Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ ডিসেম্বর ২০১৬

হোল্ডিংএর নামজারী

হোল্ডিংয়ের নামজারী/ নাম পরিবর্তন পদ্ধতি

 

বিভাগ/দপ্তর

 

রাজস্ব বিভাগ

সেবা প্রদানের পদ্ধতি

খরিদ/দান/ওয়ারিশ সূত্রে আংশিক/সম্পূর্ণ মালিকানা প্রাপ্ত হয়ে সংশ্লিষ্ট হোল্ডিং- এ নামজারী করতে ইচ্ছা হলে আবেদনকারীকে হোল্ডিংয়ের মালিকানা রেজিষ্ট্রার্ড দলিল, পর্চা, ডিসিআর, খাজনার রশিদ এর সত্যায়িত কপি সহ নির্ধারিত ‘এম’ ফরমে সংশ্লিষ্ট কর কর্মকর্তার বরাবর আবেদন করতে হয়। আবেদন প্রাপ্তির পর হোল্ডিংয়ের পূর্ববর্তী মালিকের আপত্তি আছে কিনা তাহা জানার জন্য নোটিশ প্রদান করা হয়। উক্ত নোটিশ প্রদানের ৩০(ত্রিশ) দিনের মধ্যে আপত্তি না থাকলে নামজারীর বিষয়টি বিবেচনা করা হয়। এই ক্ষেত্রে উক্ত হোল্ডিংয়ের পৌরকর হাল সন পর্যমত্ম পরিশোধ করতে হয়।

সেবা প্রদানের প্রয়োজনীয় সময়

 

প্রয়োজনীয় সকল তথ্য / দলিল পত্রাদি প্রাপ্তি সাপেক্ষে ৬০ দিন।

সেবা প্রাপ্তির জন্য প্রয়োজনীয় ফি/ ট্যাক্স/ আনুসাংগিক খরচ

 

আবেদন ফরমের মূল্য ১০ টাকা।

সংশ্লিষ্ট আইন কানুন/ বিধি বিধান

 

১৯৮৬ সনের মিউনিসিপ্যাল করপোরেশন (ট্যাক্সেশন রুলের ২৬(বি) ধারা।

অন্যান্য বিধান

 

কর কর্মকর্তা পর্যমত্ম অনুমোদন।