Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ জানুয়ারি ২০২৩

ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন পদ্ধতি

ট্রেড লাইসেন্স ইস্যু:

বিভাগ/দপ্তর রাজস্ব বিভাগ
সেবা প্রদানের পদ্ধতি ট্রেড লাইসেন্স ইস্যু।
সেবা প্রদানের প্রয়োজনীয় সময়

ট্রেড লাইসেন্সের জন্য http://erevenue.dncc.gov.bd/ ওয়েবসাইট থেকে নতুন ইউজার খুলে আবেদন করতে হয়। আবেদনকালে মালিকের ছবি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, অনাপত্তি সনদ, মূলধন প্রমানের প্রয়োজনীয় কাগজপত্রাদি (লিমিটেড কোম্পানির ক্ষেত্রে মেমোরেন্ডাম অব আর্টিকেলস), মালিকানা প্রমানের জন্য দলিল/ পর্চা (ভাড়াটিয়া হলে ভাড়ার চুক্তিপত্র), হালনাগাদ হোল্ডিং ট্যাক্স পরিশোধের রশিদ (প্রযোজ্য ক্ষেত্রে), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃক লাইসেন্স এর ফটোকপি (শিল্প কারখানার ক্ষেত্রে), অন্যান্য পরিচয়পত্র/ছারপত্র এর কপি নির্ধারিত ফরমেটে আপলোড করতে হবে। পরবর্তীতে লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার কর্তৃক যাচাই-বাছাই করত: ট্রেড লাইসেন্স অনুমোদনের নিমিত্ত উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হবে। অনুমোদিত হলে লাইসেন্সধারীর নিকট নির্ধারিত ফি প্রদানের জন্য SMS ও মেইল করা হবে। ফি প্রদানের পর প্রিন্টকৃত ট্রেড লাইসেন্সটি ডাকযোগে/ কুরিয়ারের মাধ্যমে স্ব স্ব ঠিকানায় পৌছাঁনো হবে। এছাড়া লাইসেন্সধারী নিজেও স্ব স্ব ইউজারে নগইন করে প্রিন্ট করতে পারবেন।

সময়ঃ ৩ কর্মদিবস।

সেবা প্রাপ্তির জন্য প্রয়োজনীয় ফি/ ট্যাক্স/ আনুসাংগিক খরচ সিটি কর্পোরেশন আদর্শ কর তফসিল, ২০১৬ এর ১০ (৪) ধারা অনুযায়ী নির্ধারিত ফি
সংশ্লিষ্ট আইন কানুন/ বিধি বিধান সিটি কর্পোরেশন আদর্শ কর তফসিল, ২০১৬
অন্যান্য বিধান

The Municipal Corporations (Taxation) Rules, 1986 এর 42-48 বিধানমতে

স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এর ২য় অধ্যায় ৮২-৯০ ধারা।

 

ট্রেড লাইসেন্স নবায়ন:

বিভাগ/দপ্তর রাজস্ব বিভাগ
সেবা প্রদানের পদ্ধতি ট্রেড লাইসেন্স নবায়ন
সেবা প্রদানের প্রয়োজনীয় সময়

ট্রেড লাইসেন্সের জন্য http://erevenue.dncc.gov.bd/ ওয়েবসাইট থেকে পূর্ববর্তী ইউজার থেকে আবেদন করতে হয়। প্রথমবার আবেদনের ক্ষেত্রে ম্যানুয়াল লাইসেন্সটি নির্ধারিত ফরমেটে আপলোড করতে হবে। লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার কর্তৃক যাচাই-বাছাই করত: ট্রেড লাইসেন্স অনুমোদনের নিমিত্ত উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হবে। অনুমোদিত হলে লাইসেন্সধারীর নিকট নির্ধারিত ফি প্রদানের জন্য SMS ও মেইল করা হবে। ফি প্রদানের পর প্রিন্টকৃত ট্রেড লাইসেন্সটি ডাকযোগে/ কুরিয়ারের মাধ্যমে স্ব স্ব ঠিকানায় পৌছাঁনো হবে। এছাড়া লাইসেন্সধারী নিজেও স্ব স্ব ইউজারে নগইন করে প্রিন্ট করতে পারবেন।

সময়ঃ ২ কর্মদিবস।

 

সেবা প্রাপ্তির জন্য প্রয়োজনীয় ফি/ ট্যাক্স/ আনুসাংগিক খরচ সিটি কর্পোরেশন আদর্শ কর তফসিল, ২০১৬ এর ১০ (৪) ধারা অনুযায়ী নির্ধারিত ফি
সংশ্লিষ্ট আইন কানুন/ বিধি বিধান সিটি কর্পোরেশন আদর্শ কর তফসিল, ২০১৬
অন্যান্য বিধান

The Municipal Corporations (Taxation) Rules, 1986 এর 42-48 বিধানমতে

স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এর ২য় অধ্যায় ৮২-৯০ ধারা।