Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ ডিসেম্বর ২০১৬

হোল্ডিং ট্যাক্স সার্ভিস কার্যপ্রণালী

হোল্ডিং ট্যাক্স নির্ধারনের লক্ষ্যে নির্মিত বাড়ী/ ভবন/ ফ্ল্যাটের বার্ষিক মূল্যায়ন নির্ধারন পদ্ধতি

 

বিভাগ/দপ্তর রাজস্ব বিভাগ
সেবা প্রদানের পদ্ধতি কোন বাড়ী-ঘর নতুন নির্মাণ / পরিবর্তন / পরিবর্ধন করা হলে উহার কর নির্ধারনের লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকার দায়িত্ব প্রাপ্ত রেভিনিউ সুপারভাইজার নয়াবাদী ফরম পূরণ করে দাখিল করেন। পরবর্তীতে বাড়ীর মালিকের বরাবর প্রয়োজনীয় কাগজ পত্র সহ ৭ দিন সময় দিয়ে কর আইনের ২৬(২), ধারা মতে শুনানীর নোটিশ জারী করা হয়। পরবর্তীতে হোল্ডিংটি সরেজমিনে তদমত্ম করে প্রাপ্ত তথ্য ও জোতের বিবরণের ভিত্তিতে ঢাকা সিটি করপোরেশন কর্তৃক নির্ধারিত ভাড়ার অনুসরনে বার্ষিক মূল্যায়ন নির্ধারণ করা হয়।

 

 

সেবা প্রদানের প্রয়োজনীয় সময়

 

 

প্রয়োজনীয় সকল তথ্য দলিল পত্র প্রাপ্তি সাপেক্ষে ৯০ দিন।
সেবা প্রাপ্তির জন্য প্রয়োজনীয় ফি/ ট্যাক্স/ আনুসাংগিক খরচ

 

 

নির্ধারিত বার্ষিক মূল্যায়নের উপর বাৎসরিক ১২% হারে কর আদায় করা হয়।
সংশ্লিষ্ট আইন কানুন/ বিধি বিধান

 

 

বাড়ী/ভবন/ ফ্ল্যাট নতুন নির্মানের ক্ষেত্রে কর আইনের ২৬(১), ধারা। পরিবর্তন/ পরিবর্ধন করা হলে ২৬(১)ডি, ধারা। ভাড়া বৃদ্ধি হলে ২৭, ধারা।
অন্যান্য বিধান