Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ এপ্রিল ২০২০

করোনায় ডিএনসিসির পাঁচ তথ্যকেন্দ্র


প্রকাশন তারিখ : 2020-04-06

করোনা পরিস্থিতিতে নগরবাসীকে তথ্য ও পরামর্শ দিতে তথ্যকেন্দ্র চালু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। ডিএনসিসির পাঁচটি অঞ্চলের প্রতিটিতে একটি করে মোট পাঁচটি তথ্যকেন্দ্র চালু করা হয়েছে।রোববার (৫ এপ্রিল) অনুষ্ঠানিকভাবে তথ্য ও পরামর্শ কেন্দ্রগুলোর কার্যক্রম শুরু হয়। 

তথ্য কেন্দ্রগুলো- নারী মৈত্রী, পিএ-১, মগবাজার, ঢাকা। ফোনঃ ৮৮০২-৯৩৫৫২৭৭; নারী মৈত্রী, পিএ-২, মোহাম্মদপুর, ঢাকা। ফোনঃ ০১৩১১-৯৪৬৪৩২; ঢাকা আহসানিয়া মিশন, পিএ-৩, নেকী বাড়িরটেক মাজার রোড, মিরপুর, ঢাকা। ফোনঃ ০১৩০১-৫৯৬৮৩৯; বাপসা, পিএ-৪, বর্ধিত পল্লবী, মিরপুর, ঢাকা। ফোনঃ ০১৭৭০-৭২২১৯৪ এবং ইউটিপিএস, পিএ-৫, উত্তরা, ঢাকা। ফোনঃ ০১৩১৪-৭৬৬৫৪৫।



 

ডিএনসিসি সূত্রে জানা যায়, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ২৪ ঘণ্টা ফোন কলের মাধ্যমে এসব তথ্যকেন্দ্র থেকে সেবা পাবেন নাগরিকেরা।